সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে আটক ২

যশোর প্রতিনিধি / ৭৪ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

যশোরে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে লিফলেট বিতরণকালে তাদেরকে আটক করা হয়।

 

আরও পড়ুন: গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পিকআপ, নিহত ৩

 

আটককৃতরা হলেন, বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

 

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলে ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, রাত ৯টার দিকে আট-দশজনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।

 

আটকের পরপরই দুইজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে যান। দ্রুত আটকদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • কামরুজ্জামান, এএসআই 

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর