ডেভিড বিসলির সঙ্গে ফখরুল-খসরু-জায়মার সাক্ষাৎ

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলাইনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জায়মা রহমান।
আরও পড়ুন: সকালে ফের ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি
আমীর খসরু মাহমুদ চৌধুরীর বরাত দিয়ে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারি-মার্চজুড়ে ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ: নাহিদ
বিএনপির ফেসবুক পেজে বলা হয়েছে, সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্যের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
বর্তমানে তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মনোনীত সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের অন্যতম।
এমআর/