শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই অবসর নেন তামিম

ক্রীড়া প্রতিবেদক / ১২৩ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

তামিম ইকবাল আর জাতীয় দলে খেলবেন না, এখনো অনেক ভক্ত তা মেনে নিতে পারছেন না বা এমনকি অনেকে বিশ্বাসই করতে পারছেন না। যদিও মাস খানেক আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। এখনো অনেক ভক্ত মনে-প্রাণে চাচ্ছেন, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুুক। তবে সেটা হয়তো তাদের আকাঙ্ক্ষাতেই থাকবে, কখনো বাস্তবের রূপ নেবে না।

 

এখনও যখন তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে কথা হয়, ভক্তদের মাঝে অন্যরকম আগ্রহ দেখা যায়।

 

আরও পড়ুন: ক্রিকেটার বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

গতকাল শুক্রবার বিপিএলে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন বরিশালের অধিনায়ক তামিম। সেখানে তার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবসরের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাওয়া হয়। সাংবাদিকদের ছুঁড়ে দেওয়া প্রশ্নের উত্তরও দেন তামিম।

 

তামিম বলেন, ‘আমি বিশ্বাস করি, আরও এক থেকে দেড় বছর খেলে যেতে পারতাম। আমি চেয়েছি সম্মানের সাথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে। চেয়েছি আমি এমন সময় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বো, যখন আমাকে লোকজন এসে বলবে, আপনি তো আরও এক দেড় বছর খেলে যেতে পারতেন। বিশেষভাবে আমার ছেলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছে ছিল। যেভাবেই হোক আমার ছেলের ক্রিকেটের প্রতি টান জন্মেছে। সে চাচ্ছিলো আমি যেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলি। কিন্তু ওই যে মাঝখানে (২০২৩ সালের পর সেপ্টেম্বর থেকে) এক বছরের বেশি সময়ের গ্যাপটাই (বিরতি) আমাকে না খেলার কথা ভাবিয়েছে। ওই গ্যাপটা না হলে হয়তো ভাবতাম। ওই গ্যাপের সময় অনেক যদি-কিন্তুর জন্ম নিয়েছে।’

 

আরও পড়ুন: চলতি সপ্তাহেই লেস্টার সিটি ছাড়ছেন হামজা

 

‘আমি যখন খেলেছি তখন খেলবো কি খেলবো না, তা ভাবিনি। আমার ভাবনা ছিল, আমি কীভাবে ভালো খেলবো। কীভাবে আরও কার্যকর পারফরম্যান্স শো করবো। কিন্তু ওই গ্যাপটার পর মনে হয়েছে আমি সম্মান নিয়েই বিদায় নিতে চাই।’

 

ফাইনালে বরিশালের ৩ উইকেটের জয়ে তামিমের অবদান ৫৪ রানের (২৯ বলে)। যা বরিশালের ইনিংসের সর্বোচ্চ। এই ইনিংস তামিমের মধ্যে একটি অনুভূতি তৈরি করে দেয় যে, তিনি এখনো ব্যাট হাতে সক্ষম।

 

তামিম বলেন, ‘আগেরবার শিরোপা (বিপিএল) জেতা বেশি চ্যালেঞ্জিং ছিল। এবার আমরা একটু কম কষ্ট করেই জিতেছি। এই ধরনের ইনিংস আমার মাঝে এমন বিশ্বাস দেয়, আমি এখনো আছি।’

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর