শাহজালালে বিদেশি মুদ্রা ও সোনাসহ বেবিচকের নিরাপত্তাকর্মী ওহিদুর আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি মুদ্রা ও সোনাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা।
আটক ব্যক্তির নাম মো. ওহিদুর। শনিবার রাত ১টা ২০ মিনিটে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার ২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও তিনটি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজনৈতিক নিয়ন্ত্রণে ইসির বেশি বদনাম হয়েছে: সিইসি
বেবিচক সূত্র জানায়, গ্রিন চ্যানেলে ওহিদুরের সন্দেহজনক আচরণ দেখে এনএসআই সদস্যরা তার প্রবেশের কারণ জানতে চান। এসময় তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। এরপর তার দেহ তল্লাশি করা হলে এক হাজার ২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও তিনটি বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ মারা গেছেন
জিজ্ঞাসাবাদে ওহিদুর জানান, সৌদিয়া এয়ারলাইন্সের রিয়াদ-ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন নামক এক ব্যক্তি তাকে এসব স্বর্ণালংকার হস্তান্তর করেন। তিনি এগুলো বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ লিটন নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে এক হাজার ২৫০ সৌদি রিয়াল প্রাপ্তির কথা স্বীকার করেন। এরপর তাকে থানায় সোপর্দ করা হয়।
বেবিচক সূত্র আরও জানিয়েছে, বিমানবন্দরে দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করছে এবং এরই ধারাবাহিকতায় যেকোনো অনিয়ম ও দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমআর/