রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

নিলয়-আইশার ‘নার্ভাস কাপল’

বিনোদন ডেস্ক / ২৩৫ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ইউটিউব কিংবা টিভি, যেখানেই তার উপস্থিতি সেখানেই ভিড় করেন দর্শক। তার নাটকগুলো থাকে ভিউয়ের হিসাবের শীর্ষে। প্রতি বছর ভালোবাসা দিবসগুলোতে বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেন তিনি। এবারেও হাজির হবেন কিছু নাটকে।

 

তারমধ্যে একটি অন্যতম নাটক ‘নার্ভাস কাপল’। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রচারিত হবে এটি রাত ৯টা ২০ মিনিটে।

 

আরও পড়ুন: রাশমিকা-ভিকির ‘ছাবা’র অগ্রীম টিকিট বিক্রিতে রেকর্ড

 

মুহাম্মদ আবু রাজীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। নিলয়ের সঙ্গে এই নাটকটে জুটি বেঁধেছেন আইশা খান। কচি খন্দকারসহ আরও অনেকে হাজির হবেন রোমান্স ও হাস্যরসে ভরপুর নাটকটিতে।

 

নাটকের গল্পে দেখা যাবে সদ্য এনগেজমেন্ট হওয়া এক কাপলের গল্প। কমেডি ও রোমান্টিক আমেজে নানা দৃশ্যের এ নাটক ভালোবাসা দিবসে দর্শককে বাড়তি আনন্দ দেবে বলে প্রত্যাশা নিলয়ের।

 

নাটকটি গল্প নিয়ে পরিচালক জানান, এক সপ্তাহ আগেই সারা ও সাহিলের এনগেজমেন্ট হয়েছে। আজ তাদের বিয়ের ডেট ফাইনাল হয়েছে। দুই পরিবারের মুরুব্বীরা বাসার ড্রইং রুমে নিজেরা কথা বলছেন। অন্য রুমে সারা ও সাহিল বিছানায় পাশাপাশি বসে আছে। এ সময় তাদের মাঝে কিছুটা লজ্জা ও জড়তা দেখা যায়।

 

আরও পড়ুন: বিয়ে করেছেন কণ্ঠশিল্পী পড়শী

 

এক পর্যায়ে সাহিল বিছানা ছেড়ে উঠে হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করে। সারা বিষয়টাতে খুব অবাক হয়। এরপর সে একটু একটু করে সারার কাছে ঘেঁষতে থাকে। ব্যক্তিজীবনে সাহিল খুবই লাজুক প্রকৃতির একটা ছেলে। আর সাহিলের মতো সারাও অতিরিক্ত লাজুক প্রকৃতির মেয়ে।

 

ছোটবেলায় মা-বাবা মারা যাওয়ার পর মামা-মামীর কাছে বড় হয়েছে সাহিল। সারাজীবন বইয়ের ভেতর মুখ গুঁজে থাকা চরিত্রের এ যুবক কখনোই কোনো মেয়ের সাথে স্বাচ্ছন্দ্য হতে পারেনি। তার কোনো বান্ধবীও হয়নি। সেই সাহিলেরই যখন এনগেজমেন্ট হলো এবং পরিবার থেকে নিজেদের মধ্যে বোঝাপড়াটা করে নেয়ার জন্য বলা হলো তখন থেকেই সে অস্থির হয়ে আছে। সারার সঙ্গে মিশতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর