শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

ভোলায় র‍্যাবের অভিযানে ২৭ মামলার পলাত আসামি গ্রেফতার

রিয়াজ হোসেন শান্ত, ভোলা / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ভোলায় র‍্যাবের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ২৭ মামলার পলাতক আসামি বাদশা (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর একটি টিম।

 

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যে রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন: ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

 

গ্রেফতারকৃত বাদশা ওই এলাকার বাসিন্দা মৃত দাইমুদ্দিনের ছেলে। র‍্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিপাত অভি (এক্স) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

র‍্যাব জানায়, দুর্ধর্ষ সন্ত্রাসী বাদশার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। এ মামলা গুলোর মধ্যে চাঁদাবাজির মামলা ১০টি, হত্যার চেষ্টাসহ মারামারির মামলা ০৯টি, মাদক মামলা ০২টি, অস্ত্র মামলা ০১টি, হত্যা মামলা ০১টি, ধর্ষন ও গনধর্ষন মামলা ০৪টি। এর মধ্যে বেশকিছু মামলায় ওয়ারেন্ট ছিলো বলে জানা যায়।

 

পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর