সাদপন্থিদের ইজতেমা শুরু আগামীকাল

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে গতকাল বুধবার রাত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম।
আরও পড়ুন: বিডিআর ইস্যু : চলতি সপ্তাহেই আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস
জানা গেছে, নিরাপত্তায় প্রথম পর্বের দুই ধাপের মতোই থাকছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর ধারাবাহিকভাবে চলবে তিন দিনের সব কার্যক্রম। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।
এদিকে, ইজতেমায় অংশ নিতে আগেভাগেই ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। তাঁরা ইজতেমা ময়দানে তাঁদের জন্য বরাদ্দ করা খিত্তায় অবস্থান করছেন।
আরও পড়ুন: ‘তৌহিদী জনতাকে হুমকি দেইনি, সতর্ক করেছি’
ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকেরা জানান, এরই মধ্যে দেশ-বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা প্রাঙ্গণে। পুরো ময়দানকে ৮১টি খিত্তায় ভাগ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার জুমার নামাজে ২০ লাখ মুসল্লি অংশ নেবে।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম সাংবাদিকদের জানান, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর দিন পবিত্র শবেবরাত হওয়ায় দিবসটি আলাদা একটি গুরুত্ব বহন করছে। এবার ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে দুই ধাপে অনুষ্ঠিত হয়।
এমআর/