ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩৭ জন আটক

ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আরও পড়ুন: ভোলায় র্যাবের অভিযানে ২৭ মামলার পলাত আসামি গ্রেফতার
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ভোলার ভেদুরিয়া ও বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, নদী ভাঙ্গনের অন্যতম কারণ হলো অবৈধভাবে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে— এমন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ও বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: মাদারীপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করা ড্রেজার এবং বাল্কহেড ভোলা বিআইডব্লিউটিএ’র পরিদর্শকের নিকট হস্তান্তর করা হয়। এসময় আটক ৩৭ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলেও জানানো হয়।
এমআর/