রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

‘মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক / ৬৯ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
ফাইল ছবি

মব সৃষ্টিকারী সব জনতার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোষ্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের নামে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন জনগণের ভোগান্তি রোধে তুলে নেয়া হয়েছে। তবে কোনো রোহিঙ্গা যাতে এটি না পায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

 

আরও পড়ুন: জুলাই বিপ্লবে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন হবে

 

দুর্নীতি প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ছয় মাসে দূর্নীতি অনেক কমেছে, তবে তা সহনীয় পর্যায়ে আসেনি।

 

কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের ধরতে অভিযানে অংশ নিচ্ছে কোস্টগার্ড। কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। হেলিকপ্টার সংযুক্তির মাধ্যমে কোস্টগার্ডকে আরও আধুনিকায়ন করা হচ্ছে।

 

আরও পড়ুন: রাজধানীতে সিএনজি চালকদের অবরোধ, যান চলাচল বন্ধ

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সমুদ্র সীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর-নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড।

 

পরে সুশৃঙ্খলবাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেয়া হয়।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর