রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

ওয়ানডে খুব বাজে ফরম্যাট : মঈন আলি

ক্রীড়া ডেস্ক / ১২২ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

ওয়ানডে ক্রিকেট নিয়ে এর আগেও শঙ্কা দেখা গিয়েছিলো অনেক সাবেক এবং বর্তমান ক্রিকেটারের মধ্যে। বিশ্বের বেশ কিছু ক্রিকেটার ওয়ানডে বাদ দিয়ে শুধু টেস্ট এবং টি-টোয়েন্টিকেই প্রাধান্য দিচ্ছিলেন। অনেকেই মন্তব্য করছিলেন, ওয়ানডে বলে ক্রিকেটে এক সময় হয়তো কিছুই থাকবে না।

 

এরই মাঝে কিন্তু আইসিসি আয়োজন করছে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। মহাদেশীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। দলগুলোর মধ্যে হচ্ছে দ্বি-পাক্ষিক সিরিজ।

 

তবে, গত বছর (২০২৪ সালে) সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ইংলিশ ক্রিকেটার মঈন আলি ওয়ানডে ক্রিকেট নিয়ে করেছেন স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মন্তব্য। তার মতে, ওয়ানডে হচ্ছে একটি বাজে ফরম্যাট। ভয়ানক সব নিয়ম-নীরিতর কারণে এই ফরম্যাটটা এরই মধ্যে মৃত্যুবরণ করেছে।

 

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ আয়োজনে টাস্কফোর্সের নেতৃত্বে ট্রাম্প

 

খেলোয়াড়ী জীবনে মঈন আলি মোট ১৩৮টি ওয়ানডে খেলেছেন। রান করেছেন ২৩৫৫ এবং উইকেট নিয়েছেন ১১টি। টেস্ট খেলেছেন ৬৮টি। রান করেছেন ৩০০০ এর বেশি এবং উইকেট নিয়েছেন ২০০’র বেশি। আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন এই ইংলিশ ক্রিকেটার।

 

টকস্পোর্টস ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে মঈন আলি বলেন, ‘এই ফরম্যাটটা (ওয়ানডে) প্রায় মৃত্যুবরণ করেছে। বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমেই একটু-আধটু বেঁচে আছে। একজন খেলোয়াড়ের জন্য এই ফরম্যাটটা খুবই বাজে এবং আমি মনে করি, এটা অনেকগুলো কারণে।’

 

ক্রিকেটের নিয়ম-কানুন বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে। আগে যেমন প্রথম পাওয়ার প্লের পরই ৩০ গজের বাইরে ৫জন ফিল্ডার রাখা যেতো। কিন্তু এখন রাখা যায় ৪জন ফিল্ডার। এছাড়া এখন দুটি নতুন বল ব্যবহার করা হয়, যাতে ব্যাটারদের স্কোর করা অনেক সহজ হয়ে গেছে।

 

মঈন আলি বলেন, ‘আমি মনে করি, ওয়ানডে ফর‌ম্যাটের নিয়ম-নীতি ভয়ানক। (প্রথম পাওয়ারপ্লে) পরে একজন অতিরিক্ত ফিল্ডার রাখা, আমার মনে হয় বোলারদের উইকেট নেওয়ার ক্ষেত্রে তা একটা ভয়াবহ নিয়ম। এটা যে কোনো ধরণের চাপ তৈরি করে। এর ফলে দেখা যাচ্ছে, ওয়ানডে ক্রিকেটে এখন ছেলেরা গড়ে ৬০, ৭০ রান করে করছে।’

 

আরও পড়ুন: শিরোপার লক্ষ্যেই মাঠে নামছে মায়ামি

 

বোলারদের জন্য বিষয়টা ভয়াবহ উল্লেখ করে মঈন আলি বলেন, ‘আপনি যখন কারও বিরুদ্ধে বল করবেন, তখন তার ওপর কিছুটা চাপ তৈরি করবেন। সে তখন দেখা গেলো একটা রিভার্স সুইপ খেললো। হয়তো এটা একটি সিঙ্গেলও হওয়ার মত নয়। কিন্তু এটা হয়ে গেলো বাউন্ডারি। এখানে সব সময়ই ব্যাটারদের জন্য স্কোর করার অনেক অপশন তৈরি করছে।’

 

মঈন আলির মতে দুটি নতুন বলের ব্যবহার খেলার বৈচত্র্য নষ্ট করছে। এ কারণে বোলারদের কাছ থেকে রিভার্স সুইং হারিয়ে গেছে এবং পুরো বিষয়টাই ব্যাটিং বান্ধব হিসেবে পরিণত হচ্ছে। তিনি বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনার কাছে দুটি নতুন বল আছে। যার ফলে আপনি রিভার্স সুইং হারাচ্ছেন এবং এ কারণে একটি নরম বলে হিট করার কারণে ব্যাটিংয়ের আর্টও হারাচ্ছেন।’

 

মঈন আলি শেষ করেন এভাবে, ‘এসব কারণে আমি মনে করি, এই ক্রিকেটটা মরে গেছে, ৫০ ওভারের ক্রিকেট মৃত্যুবরণ করেছে।’

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর