রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

নকলা থানার হাবিবুর রহমান দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

শেরপুর জেলা পুলিশের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নকলা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান।

 

১৯ মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

 

আরও পড়ুন: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৫ জলদস্যুকে আটক

 

সভায় পুলিশ সুপার ফেব্রুয়ারি মাসের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৭ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার প্রদান করেন। সভায় শেরপুর জেলার ৫টি থানার মধ্যে নকলা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। তাকে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য নকলা থানার এএসআই (নিরস্র) মো. নুরুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন।

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ ও ওসি (তদন্ত), সিআইডি ও পিবিআই এর প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: ভোলায় বাঁধের কাজ নিয়ে সংঘর্ষ : ছাত্রদল নেতা নিহত

 

উলেখ্য নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। ২২/০৯/২০২৪ ইং তারিখে তিনি অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেরপুরের নকলা থানায় যোগদান করেন। ইতিপূর্বে তিনি জামালপুর সদর থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ২ সন্তানের জনক। নকলা থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক অপরাধ দমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর