রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

৩ এপ্রিলও ছুটি ঘোষণা হতে পারে

নিজস্ব প্রতিবেদক / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ঈদের ছুটির পর একদিন অফিস খুলে আবার সাপ্তাহিক ছুটি শুরু। তাই ঈদের ছুটির পর ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হতে পারে।

 

এজন্য বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব যাচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

আরও পড়ুন: ঈদযাত্রার সময় কর্মবিরতির হুমকি রেলওয়ের গেটকিপারদের

 

উপদেষ্টা পরিষদে ৩ এপ্রিল ছুটির প্রস্তাব অনুমোদিত হলে এবার ঈদে টানা নয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি কাটাবেন।

 

এবার ঈদে টানা পাঁচ দিন সরকারি ছুটি রয়েছে। ঈদের আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি।

 

সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের শেষ সপ্তাহ এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহটি যাবে ছুটির মধ্যে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ীও ৩১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল।

 

আরও পড়ুন: কমলাপুরে কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

 

ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ছুটি মূলত শুরু হচ্ছে ২৬ মার্চ (বুধবার) স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি।

 

এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহস্পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।

 

সেই হিসাবে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দুইদিন অফিস খোলা। তবে ‘নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯’ অনুযায়ী, দুই ছুটির মাঝখানে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তাই মাঝখানের কর্মদিবসগুলোতে ছুটি নিয়ে কেউ চাইলেই টানা ছুটি নিতে পারবেন না।

 

আরও পড়ুন: দেশে ফিরছেন মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি ১৮ বাংলাদেশি

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, কেউ শুধু ৩ এপ্রিল ছুটি নিতে পারবেন না। এক্ষেত্রে ৩ এপ্রিল ছুটি নিলে পরবর্তী দুদিনও (৪ ও ৫ এপ্রিল) ছুটি হিসেবে গণ্য হবে। তাই ২৮ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটির সুযোগ করে দিতে ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে।

 

উপদেষ্টা পরিষদ প্রস্তাব অনুমোদন দিলে ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে।

 

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবছরই রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর