সুন্দরবনের অন্য এলাকায় আগুন

কলমতেজীর পর এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালী এলাকায়। আজ রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ছুটে যান বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন: গাজীপুরে ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পের গুলিশাখালীর বনের অভ্যন্তরে আগুন দেখা গেছে। আগুন দেখামাত্র সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়েছে। তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে পথে রয়েছি। পরিস্থিতি দেখে ও বুঝে পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: নকলা থানার হাবিবুর রহমান দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
তিনি আরও বলেন, শনিবার কলমতেজী ক্যাম্পের যেখানে আগুন লাগে গুলিশাখালী ক্যাম্প এর কাছাকাছি। এখন সুন্দরবনের কলমতেজী ও গুলিশাখালী দুই পয়েন্টেই আগুন জ্বলছে।
এমআর/