রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

খুলনা প্রতিনিধি / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের জড়িত থাকার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

এ ছাড়া ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ২ মে হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখের পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

 

আরও পড়ুন: কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

 

বার্তায় জানানো হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটা সংঘর্ষের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট গ্রহণ করেছে।

 

সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে থেকে শুরু হবে এবং সকল আবাসিক হল আগামী ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।

 

এদিকে, হল খুলে দেয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে সোমবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

 

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা দাবি করেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে তাদের বিক্ষোভ মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করেছে। অন্যদিকে ছাত্রদল দাবি করে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির হামলা করেছে।

 

আরও পড়ুন: ভোলায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ শত পরীক্ষার্থীরা

 

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস বর্জন করেন এবং উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ, ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবিতে আন্দোলন করেন। ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ঢাকায় প্রধান উপদেষ্টার কাছে তাদের ছয় দফা দাবি লিখিত আকারে জমা দেন।

 

পরে ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর