মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে আছে প্রশ্ন : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১১৬ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

আমাদের অনেক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

 

আজ সোমবার (২৬ মে) নগরীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আয়োজিত এক সেমিনার তিনি এসব মন্তব্য করেন।

 

সেমিনারে উন্নয়ন প্রকল্পের প্রধানদের মধ্যে জবাবদিহিতা মূল্যায়ন এবং সততা, বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের মূল স্তম্ভের ওপর আলোচনা করা হয়। বাংলাদেশ এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে এর আয়োজন করে।

 

আরও পড়ুন: মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

 

অর্থ উপদেষ্টা বলেন, সরকারি বিনিয়োগে শাসনব্যবস্থা শক্তিশালী করার জন্য বাংলাদেশ বৈদেশিক প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। টেকসই উন্নয়নের ভিত্তি তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নীতিগত শাসনব্যবস্থা, এগুলোর ব্যবহার জরুরি। মূল্যায়ন, নিরীক্ষা এবং সম্মতি হলো সেই হাতিয়ার যা আমাদের এই স্তম্ভগুলো তৈরি করতে সহায়তা করে। এগুলো নিশ্চিত করে যে আমাদের নীতি এবং প্রকল্পগুলো কেবল কাগজে কলমে বিদ্যমান নয় বরং আমাদের নাগরিকদের জন্য বাস্তব সুবিধা দিয়ে থাকে।

 

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি মনে করি প্রকল্পে অডিট দরকার। সবার অংশগ্রহণে এগুলো মূল্যায়ন করা দরকার। আমাদের সামগ্রিক উন্নয়নে ডোনার গুরুত্বপূর্ণ। তার আগে ডোনারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে সোশ্যাল অডিট দরকার। সোশ্যাল অডিটি বলতে যেখানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেই স্থানীয় লোকজন যেন এটা সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারে। যেমন প্রকল্পের নাম, প্রকল্পের কাজ কি, প্রকল্পের ব্যয় কত এবং কোন সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এছাড়া যদি সড়ক নির্মাণ করা হয় সড়কটি কত কিলোমিটার হবে, এটার বিষয়ে স্থানীয় জনগণকে জানাতে হবে। এটা করা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের টাকা কি হচ্ছে এটা সবার জানা দরকার। অডিটরদের প্রিপার হতে হবে। ম্যানিপুলেট যেন না হয়। আমাদের উন্নয়ন কাজ বাস্তবায়নে উন্নয়ন সহযোগী দরকার।

 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, আমাদের অবশ্যই আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং বিশ্বব্যাপী সেরা অনুশীলনগুলোকে আমাদের নিজস্ব প্রেক্ষাপটে খাপ খাইয়ে নিতে হবে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিশিষ্ট বিশেষজ্ঞ এবং অংশীদারদের পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর উপস্থিতি সংলাপ এবং জ্ঞান বিনিময়ের জন্য একটি মূল্যবান সুযোগ।

 

আরও পড়ুন: মার্কিন শুল্কারোপের প্রভাব সামাল দেয়া কঠিন নয়: অর্থ উপদেষ্টা

 

এডিবির প্রিন্সিপাল প্রফেশনাল স্পেশালিস্ট হেনরিক পিসাইয়া বলেন এই সেমিনারটি দেখিয়েছে যে জবাবদিহিতা এবং মূল্যায়ন প্রকল্পে ভালো ফলাফলের জন্য অন্যতম। এই ক্ষেত্রে বাংলাদেশের চলমান প্রকল্পে আরও নিবিড়ভাবে পরিবীক্ষণ ও মূল্যায়ন করবে। ফলে প্রকল্পে ভালো রিটার্ন মিলবে।

 

এনডিবি এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার ইঙ্গিত পাওয়া গেলো এই সেমিনারে। ২০২১ সালে ব্রিকস-বহির্ভূত প্রথম দেশ হিসেবে ব্যাংকে যোগদান করে বাংলাদেশ। বাংলাদেশ সরকার তার অবকাঠামোগত উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে প্রকল্পে সুশাসন, মূল্যায়ন যোগ্যতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের ওপর জোর দেয়। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা, অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়ন করার জন্য এনডিবি প্রতিশ্রুতি দিয়েছে যা জাতীয় উন্নয়ন লক্ষ্যকে সমর্থন করে।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর