মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি / ১১৭ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহত দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

 

আজ শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

আরও পড়ুন: বিএসএফের পুশ ইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ

 

নিহত হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জিল্লুর রহমান (৪০) ও একই উপজেলার সাধনপুর ইউনিয়নের মোহাম্মদ রাসেল (৩২)।

 

আহতরা হলেন- আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আরও পড়ুন: দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মু‌খোমু‌খি সংঘর্ষে ৩ জন নিহত

 

স্থানীয়রা জানায়, অটোরিকশাটি বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। গাড়িটি আনোয়ারা উপজেলার মাজারগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছন আরও দুজনজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর