মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

উলিপুরে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি / ৮৫ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে ঈদের আনন্দ করতে নানা বাড়ি বেড়াতে এসে আব্দুল আজিজ নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার উপজেলার হাতিয়া ইউনিয়নের কাসারিয়ার ঘাট এলাকায়।

 

স্বজন ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, চিলমারি উপজেলার মাটি কাটা মোড়ের মামুন মিয়ার একমাত্র ছেলে আব্দুল আজিজ মায়ের সাথে ঈদের দাওয়াত খেতে কাসারিয়ার ঘাট এলাকায় নানা মসলা ব্যবসায়ী মোসাদ্দের হোসেনের বাড়িতে আসে।

 

শুক্রবার জুম্মার নামাজের পূর্ব মুহুর্তে আজিজ তার সম-বয়সী কয়েক জন শিশু মিলে একত্রে কাসারিয়ার ঘাট ব্রীজের নীচ দিয়ে একটি পথ ধরে দৌড়াচ্ছিল। এ সময় আজিজ পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়।

 

সহপাটিদের কাছে খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে শিশুটিকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

 

এমআর/

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর