দেশে ফিরেছেন ১৬ হাজারের বেশি হাজি, মৃত ২৭

পবিত্র হজ পালন শেষে গতকাল শুক্রবার (১৩ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।
হজ অফিসের বুলেটিনে জানানো হয়, ৪২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৪,৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সে ৫,৮৯৬ জন এবং ফ্লাইনাসে ফিরেছেন ৫,৯৯৯ জন।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন ২৭ বাংলাদেশি হাজি—মক্কায় ১৮, মদিনায় ৮ এবং আরাফায় ১ জন।
হজ ফ্লাইট শুরু হয় ২৮ এপ্রিল এবং ফিরতি ফ্লাইট ১০ জুন থেকে শুরু হয়েছে। এটি চলবে ১০ জুলাই পর্যন্ত।
এমআর/