মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

মাদারীপুরে ঈদের ছুটিতেও সেবা পেয়ে খুশি প্রসূতিরা

মাদারীপুর প্রতিনিধি / ১৪১ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আযহার সরকারি ছুটির মাঝেও মাদারীপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চালু ছিল জরুরি প্রসব সেবা। ফলে খুশি সেবা নিতে আসা প্রসূতিরা।

 

সরেজমিনে বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে জানা গেছে, গত ৫ জুন ২০২৫ থেকে ১০ দিনের ঈদুল আজহার ছুটি চলমান রয়েছে। অন্যান্য সকল সরকারি অফিস বন্ধ থাকলেও খোলা ছিল পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তীব্র কর্মী সংকট সত্ত্বেও কেন্দ্রগুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ ২৪ ঘন্টা অবস্থান করে জরুরি সেবার আওতাধীন সাধারণ প্রসব সেবা এবং জরুরী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা নিশ্চিত করেছেন।

 

এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল এর অভ্যন্তরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মস্তফাপুর , পেয়ারপুর, খোয়াজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়।

 

জানা গেছে, মাদারীপুর পরিবার পরিকল্পনা এর উপ-পরিচালক মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী সেবা অব্যাহত রয়েছে।

 

এ ব্যাপারে মাদারীপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান বলেন, এবারই প্রথম ঈদের ছুটিতে স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের অধিকাংশ চিকিৎসক, ভিজিটর, অ্যাটেনডেন্ট, নার্স ডিউটিতে সময় পার করেছেন। মা ও শিশুকল্যাণ কেন্দ্রসহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ছুটির ৯ দিন ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু রয়েছে। আজ শনিবার পর্যন্ত এক ঘণ্টার জন্যও সেবা ব্যাহত হয়নি। তিনি বলেন, সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর