সীমান্তে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি তাৎণিক জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃদের মধ্যে চার জন পুরুষ বার জন নারী এবং সাত শিশুও রয়েছে।
শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক অবৈধ এ পুশইন এর ঘটনা ঘটে।
বিজিবি সুত্র জানায়, শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলাধীন ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৭/১ এস পিলার হতে অনুমান ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৈত্রাণ পুকুর নামক স্থানে বিএসএফ ২৩ জনকে অবৈধভাবে পুশ ইন করে। ৪২ বিজিবির টহল দল বিষয়টি টের পাওয়ার পর তাৎণিক চৈত্রাণপুকুর এলাকা হতেই তাদের আটক করে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হরিপুর থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসায় জানাযায়, তারা দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে অবস্থান করে আসছিল।
এ বিষয়ে ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, পুশইন করা ২৩ জনের পরিচয় সনাক্ত প্রক্রিয়া চলমান। তাদের পরিচয় জানাগেলে আইনি পদপে গ্রহণ করা হবে।
এমআর/