মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

জনবিচ্ছিন্ন নয়, জনসম্পৃক্ত নিরাপত্তা চায় সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৬৯ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের প্রতি জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে সুষম সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

আজ বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

প্রধান উপদেষ্টা বলেন, “এসএসএফ-এর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। আমি এ বাহিনীর পেশাদারিত্ব ও আন্তরিকতায় সন্তুষ্ট। বিশ্বব্যাপী নিরাপত্তার চ্যালেঞ্জ যেভাবে বদলাচ্ছে, তাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তবুও এসএসএফ তা সফলভাবে পালন করছে। জনবিচ্ছিন্ন নয়, জনসম্পৃক্ত নিরাপত্তা চাই।”

 

তিনি আরও বলেন, এসএসএফ যেন নিয়মিত নিরাপত্তা হুমকিগুলো পর্যালোচনা করে এবং সেগুলোর মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদাহরণ টেনে ড. ইউনূস জানান, আগে ভিআইপি ফ্লাইটের কারণে প্রায় এক ঘণ্টা সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকত, যা নানা জটিলতার সৃষ্টি করত। “আমি এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করি।”

 

জনবিচ্ছিন্ন না হয়ে, বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তাদের ওপর অর্পিত দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

তিনি আরও বলেন, “এসএসএফ-এর কার্যক্রমে সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। সহযোগী বাহিনী ও সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে কাজ করলেই সফলতা আসবে।”

 

এসএসএফ-কে আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী থেকে চৌকস অফিসার নিয়োগ ও প্রেরণের জন্য সংশ্লিষ্ট বাহিনী প্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানান ড. ইউনূস। পাশাপাশি প্রশিক্ষণ সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর