ইরানেরই জয় হবে : এরদোয়ান

ইরান-ইসরায়েল সংঘাতের নবম দিনে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল শনিবার (২১ জুন) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেন, “আমি আশাবাদী যে, জয় ইরানেরই হবে।”
মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, এরদোয়ান ইসরায়েলের বিমান হামলাগুলোকে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফা পারমাণবিক আলোচনাকে ভেস্তে দেওয়ার একটি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “ইসরায়েলের উদ্দেশ্য পরিষ্কার—কূটনৈতিক পথে সমস্যার সমাধান না করে আলোচনাকে ব্যাহত করা।”
তুর্কি প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলাকালে ইসরায়েল ১৩ জুন প্রথম হামলা চালায় এবং এর মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কূটনীতির প্রতি অনাগ্রহ প্রকাশ করেছেন।
এরদোয়ান আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের আলোকে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “ইসরায়েলের উসকানিমূলক বক্তব্যে কান না দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি বৃহত্তর সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে।”
এমআর/