স্কুলে পৌছানো হলোনা রুবাইয়ার, বাবার সাথেই পাড়ি দিলেন পরপারে

আর স্কুলে পৌঁছানো হলো না নবম শ্রেণির ছাত্রী রুবাইয়ার। বাবার সাথেই সে পাড়ি জমিয়েছে পরপারে।
২৪ জুন মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন বাবা আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)। ঘটনাটি ঘটে সকাল আটটার দিকে ঠাকুরগাঁও ভুল্লী থানার খোঁশবাজার এলাকায়। পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রাঃ লিঃ) এর একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল। বাসটি ভুল্লীর খোঁশবাজার মাদ্রাসার দেিণ পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি থ্রি-হুইলার গাড়িকে পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। থ্রি-হুইলার গাড়িটি চালাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম। আর গাড়িতে একমাত্র যাত্রী হিসেবে ছিল তারই আদরের মেয়ে রুবাইয়া খাতুন, বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাবা তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন।
বাসের ধাক্কায় থ্রি-হুইলার গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার নিথর দেহ পড়ে থাকে রাস্তায়। গুরুতর আহত অবস্থায় ছটফট করতে থাকা মেয়ে রুবাইয়াকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও নেওয়ার পথে সেও মৃত্যুরকোলে ঢোলে পরে। বাবা-মেয়ের এই আকস্মিক মৃত্যুতে মৃতের পরিবার ও এলাকাবাসীরা কান্নায় ভেঙ্গে পরে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় জুরে।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এমআর/