মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

শ্রীপুর পৌরসভার ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার বাজেট ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৭৭ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কর আরোপ ছাড়াই পৌরসভার উন্নয়নে ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ এ বাজেট ঘোষনা করেন। আজ বুধবার (২৫ জুন) দুপুর ১২ টায় শ্রীপুর পৌর সভাকক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন।

 

শ্রীপুর পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এর মধ্যে মোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৪০৮ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। মোট উদ্ধৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮ টাকা। ঘোষিত বাজেটে প্রকল্প খাতে বেশি আয় এবং ব্যয় দেখানো হয়েছে।

 

শ্রীপুর পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ বাজেট অনুষ্ঠানে তার বক্তব্য বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের লক্ষ্য নতুন করে কোন রকম কর আরোপ ছাড়াই এ বাজেটে ঘোষনা করা হয়। বাজেটে পৌরবাসীর প্রধান সমস্যা ড্রেনেজ সিস্টেম এবং আবর্জনা ব্যবস্থাপনাকে অগ্রাধীকার দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তাঘাট, সড়কবাতিসহ পৌরসভার উন্নয়নে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগিতায় প্রস্তাবিত বাজেটের অর্থ সঠিকভাবে ব্যয় করতে পারলেই পৌর নাগরিকরা ঘোষিত বাজেটের সুফল পাবে।

 

শ্রীপুর পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে বাজেটে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার, নগর পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, সহকারী প্রকৌশলী তানভীর, হারুর-অর-রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, বৈশাখী টিভির প্রতিনিধি ফজলে মমিন আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি দৈনিক মানবজমিনে শ্রীপুর প্রতিনিধি : এনামুল হক আকন্দ সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমদাদুল, হক, সাংবাদিক মাহফুজ ইকবাল, সাংবাদিকসহ পৌরসভার অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

 

 

এমআর/

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর