মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

সুশৃঙ্খল পরিবেশে চলছে এইচএসসি পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, “প্রথম দিন থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ দেখা গেছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে এসেছে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”

 

ফল প্রকাশে যেন বিলম্ব না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, “প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

 

পরিদর্শনকালে কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। এতে অংশ নিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর