সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ৩

রহিম আলী জাবেদ, ফেনী / ১৬০ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

র‍্যাব-৭, চট্টগ্রাম পৃথক তিনটি অভিযান চালিয়ে ধর্ষণ ও অপহরণ মামলার এজাহারনামীয় তিন পলাতক আসামি—রুকসানা পারভীন লিনা, শাহাদাৎ হোসেন ও মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে।

 

গতকাল ২০ জুলাই চট্টগ্রামের বাকলিয়া, জোরারগঞ্জ ও ফেনীর ছাগলনাইয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

র‍্যাবের তথ্য মতে, প্রথম অভিযানে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার ০১নং এজাহারনামীয় আসামি মোঃ শহিদুল ইসলামকে (পিতা-শফি আলম, সাং-উত্তর জলদী, বাঁশখালী) নগরীর বাকলিয়া থানার এক্সেস রোড এলাকা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গ্রেফতার করা হয়।

 

পরবর্তীতে একই রাতে ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকা থেকে ফেনী সদর থানায় দায়েরকৃত ধর্ষণ ও অপহরণ মামলার ০১নং আসামি রুকসানা পারভীন লিনাকে (৩৫) গ্রেফতার করা হয়। তিনি ছাগলনাইয়ার দৌলতপুর এলাকার বাসিন্দা।

 

তার দেওয়া তথ্যে ভিত্তি করে রাত ১০টা ১৫ মিনিটে ফেনীর ছাগলনাইয়া থানার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ০২নং পলাতক আসামি শাহাদাৎ হোসেন ওরফে মিন্টু মেম্বার (৭৩) কে আটক করা হয়। তিনি মৃত নুরুল আমিনের ছেলে।

 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর