ফেনীতে জামায়াতে ইসলামীর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে জামায়াতে ইসলামীর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির আয়োজক বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেনী জেলা শাখা। মাহফিলে বিমান বিপর্যয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হবে।
২২ জুলাই ২০২৫, মঙ্গলবার বাদ যোহর (দুপুর নামাজের পর) ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান মুসল্লীসহ সকল নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর ফেনী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের নেতৃত্বে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শোক প্রকাশ ও মানবিক সংবেদনশীলতা প্রদর্শনের লক্ষ্যে এই আয়োজন করা হয়।
এমআর/






