সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

সিলেটে স্কুলছাত্র হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি / ১৩৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ের পর সন্তোষ প্রকাশ করেছে নিহত সুমেলের পরিবার।

 

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন। তিনি জানান, মামলার মোট ৩৪ আসামির মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন এবং অপরদের খালাস দেয়া হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে চাউলধনী হাওর এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জেরে চৈতনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিলের মালিকানাধীন জমিতে জোরপূর্বক মাটি কাটতে থাকেন সাইফুল ও তার সহযোগীরা। এতে বাধা দিলে সশস্ত্র হামলা চালানো হয়। হামলায় গুলিবিদ্ধ হন শাহজালাল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর। হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। একই ঘটনায় সুমেলের বাবা, চাচাসহ আরও তিনজন গুলিবিদ্ধ হন।

 

হত্যার তিন দিন পর ৩ মে বিশ্বনাথ থানায় সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

 

তদন্তে গাফিলতি ও আলামত নষ্টের অভিযোগে বিশ্বনাথ থানার তৎকালীন ওসি শামিম মুসা, এসআই নূর ও এসআই ফজলুল হককে ক্লোজড করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। প্রধান আসামি সাইফুল প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে রয়েছেন। অপর এক এজাহারভুক্ত আসামি মামুনুর রশীদ এখনো পলাতক।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর