রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা : নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি / ১৬৪ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী এবং পিকআপে চট্টগ্রামের ফিশারিঘাটে মাছ আনার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

 

নিহতরা হলেন আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস এবং মো. সোহাগ (৩২)। সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। ভোরে পিকআপটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের দিকে যাচ্ছিল।

 

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরের সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এই ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করে।

 

নগরের আকবর শাহ থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর