রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেল ১৬ জন

মাদারীপুর প্রতিনিধি / ২২১ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

কোনো প্রকার তদবির ও ঘুষ ছাড়াই কেবল শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১৮০ টাকা ব্যয়ে মাদারীপুরে ১৬ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

 

গতকাল রোববার (৩১ আগস্ট) মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার নাঈমুল হাছান।

 

মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল’ পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩৩০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ভাইভায় উত্তীর্ণ হয়েছে ১৯ জন। পরে যাচাই-বাছাই করে তাদের মধ্যে থেকে ১৬ জন উত্তীর্ণ হয়। আপেক্ষামাণ রয়েছেন ৩ জন। উত্তীর্ণদের ১৬ জনই দিনমজুর ও অটো চালক বলে জানা গেছে।

 

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলামসহ মাদারীপুর জেলার পুলিশের সকল কর্মকর্তারাবৃন্দ।

 

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায় এসেছেন। আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

 

উল্লেখ্য, মাদারীপুরে ৩৩০টি পুলিশ কনস্টেবল পদের বিপরীতে সাড়ে ৩ শতাধিক আবেদন জমা পড়ে বলে জানান নিয়োগ কমিটির সদস্যরা।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর