রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

সচেতনতার সঙ্গে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের পথে বিএনপি: ফখরুল

সিনিয়র রিপোর্টার / ৩৮৪ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিএনপি এখন সচেতনতার সঙ্গে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “বিএনপি জনগণের চাহিদা ও ভবিষ্যতের রাষ্ট্র গঠনের দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে।”

 

পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “এসব বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি জনগণের মধ্য থেকেও দাবি উঠতে হবে।”

 

ফখরুল বলেন, “বিএনপি এখন একটি ট্রানজিশন পিরিয়ডে রয়েছে। জাতীয় ঐক্যের আবহ তৈরি হয়েছে, এটিকে কাজে লাগিয়ে সফল হওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “দক্ষিণাঞ্চলের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে, তাই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা আরও প্রকট হয়েছে। এই প্রস্তাব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বহু আগেই তুলেছিলেন।”

 

জনগণের ঐক্যকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে অসম্ভবকেও সম্ভব করতে পারে, একাত্তর ও ২০২৪ সালে তার প্রমাণ মিলেছে।”

 

সংস্কারমূলক রূপান্তরের বিষয়ে বিএনপি আগে থেকেই প্রস্তুত জানিয়ে তিনি বলেন, “এজন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, যা রাষ্ট্রগঠন ও সংস্কারের রূপরেখা।”

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর