রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

শিবচর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি / ১২৫ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোঃ শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও মোঃ সোহেল রানাকে সদস্য সচিব করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোঃ জাফর আলি মিয়া ও সদস্য সচিব মোঃ জাহান্দার আলী জাহানের স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।

 

গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুর সদরের চৌরাস্তা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা জানায়, জরুরীভাবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলের ত্যাগী নেতাদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

 

সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব মোঃ সোহেল রানা সাংবাদিকদের বলেন, আজকে যেই কমিটি ঘোষণা করা হয়েছে এতে আমরা অনেক খুশি। কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। আমরা এর মর্যাদা জীবন দিয়ে হলেও রক্ষা করবো। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সকলকে ধন্যবাদ জানান।

 

এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর