নিজস্ব প্রতিবেদক 2 weeks ago
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকার এর সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলার রায় ঘোষণা পিছিয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার সাইবার টাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আগামী ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে গত ২৪ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন বিচারক। সেদিন জামিনে থাকা দুই আসামি আদিলুর ও এলান আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলাম সমাবেশ করে। পরে সমাবেশস্থলে রাত্রিযাপনের ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হন বলে দাবি করেছিল অধিকার। তবে সরকারের ভাষ্য, সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি। শাপলা চত্বরে অভিযানের পর ২০১৩ সালের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। তদন্ত শেষে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়। এতে ৩২ জনকে সাক্ষী করা হয়। ওই বছরের ১১ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য অভিযোগ আমলে নেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। এরপর ২০১৪ সালে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ‘আসামি আদিলুর ও এলান ৬১ জনের মৃত্যুর বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করে আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালায়। আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ন করে।’
আরও বলা হয়, তারা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিরূপ মনোভাবের সৃষ্টি করে, যা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (১) ও (২) ধারায় অপরাধ। একইভাবে ওই আসামিরা উদ্দেশ্যমূলকভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালায় এবং সরকারকে অন্য রাষ্ট্রের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালায়।
নিজস্ব প্রতিবেদক
রাজকে তালাক নোটিশ পাঠিয়েছেন পরীমণি
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবিলা নূর
বিয়ে করলেন আয়মান সাদিক-মুনজেরিন শহীদ
জানা গেলো আমির কন্যার বিয়ের দিনক্ষণ
বিয়ের তারিখ ঘোষণা আয়মান-মুনজেরিনের
নগ্ন হয়ে ফের আলোচনায় ভূমি পেডনেকার
মমতাজের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি
পিছিয়ে গেল অধিকারের আদিলুর-এলানের মামলার রায়
পোশাক নিয়ে ট্রলের মুখে নুসরাত জাহান
শাকিবের ‘প্রিয়তমা’ দেখলেন রাষ্ট্রপতি
প্রতারণার মামলায় জেবার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
একই দিনে দেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জাওয়ান’
চমককে নিষিদ্ধ করায় ডিরেক্টর গিল্ডের ওপর অসন্তুষ্ট অভিনয়শিল্পী সংঘ
এটা পরীমণি ঠিক করেনি: তমা মির্জা
‘একা একা খেতে চাও’ বলা সেই মডেল আর নেই
বিয়ের পর ভক্ত আরও বেড়েছে
মধুমিতার অপেক্ষা বাড়ল
এক হলেন রাজ ও পরী
পোশাক নিয়ে কটাক্ষের শিকার শ্রাবন্তী
হাসপাতালে জেরিন খান
বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
‘এখন আর বিয়ে করতে চাই না’
আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে: নোবেল
থেকে দেশে ফিরলেন শাকিব খান
নোংরা মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়
বার্বি সেজে কটাক্ষের শিকার নুসরাত জাহান
সায়ন্তিকার নায়ক হচ্ছেন জায়েদ খান
লতা মঙ্গেশকরের বায়োপিকে শ্রদ্ধা
কিসের ইঙ্গিত দিলেন মিমি!
কার উপর আকৃষ্ট জয়া আহসান