নিজস্ব প্রতিবেদক 1 week ago
এশিয়া কাপে ভারেতর বিপক্ষে সেই ২০১২ সালে সবশেষ জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় ভারতকে টাইগাররা হারালেও ১১ বছর ধরে এশিয়া কাপের মঞ্চে জয় যেন অধরাই ছিল। অবশেষে আজ কলম্বোতে সেই আক্ষেপ মোচন করল সাকিব আল হাসানের দল। প্রেমেদাসায় বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুভমন গিলের শতকে জয়ের ভীত গড়েছিল ভারত। কিন্তু শেষ টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫৯ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ফলে ৬ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মাকে সাজঘরে ফেরান অভিষিক্ত তানজিম হাসান সাকিব। শূন্য রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় উইকেটে অভিষেক হওয়া তিলক ভার্মাও বেশিক্ষণ টিকতে পারেননি। তরুণ সাকিবের দ্বিতীয় শিকার হন তিনি।
তৃতীয় উইকেট জুটিতে ভারতের হয়ে দলের হাল ধরেন লোকেশ রাহুল ও শুভমন গিল। শুরুর ধাক্কা সামলে এই দুই জন মিলে ৫৭ রানের জুটি গড়েন।
তবে গিল বেশ স্বচ্ছন্দ্যে ব্যাট করলেও রাহুলকে হাত খুলে খেলতে দেননি বাংলাদেশি বোলাররা। ধীরগতির রাহুলকে দলীয় ৭৪ রানে ফিরিয়ে প্রতিরোধ গড়া এই জুটি ভাঙেন শেখ মেহেদি।
চতুর্থ উইকেটে ব্যাট করতে আসা ইষান কিশান বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। নিজের নামের পাশে ৫ রান যোগ করতেই মেহেদি হাসান মিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। পঞ্চম উইকেট জুটিতে সূর্যকুমার যাদব আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন।
তবে এই ডানহাতি ব্যাটারকে বোল্ড করে টাইগারদের ম্যাচে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ১৩৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। ষষ্ঠ উইকেট জুটিতে বেশিক্ষণ টিকতে পারেননি রবীন্দ্র জাদেজাও।
তবে এক প্রান্তে দাঁড়িয়ে থেকে লড়াই করে নিজের শতক তুলে নেন ওপেনার শুভমন গিল। দলীয় ২০৯ রানে এই ডানহাতি ওপেনার ফিরে গেলে ম্যাচে ফিরে বাংলাদেশ। কিন্তু অক্ষর প্যাটেলের ক্যামিও ইনিংস শেষ পর্যন্ত আশা জাগিয়ে রাখলেও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে রানে থামে ভারত। ফলে রানের জয়ে ভারতকে হারিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শেষ করে টাইগাররা।
এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে ব্যাট হাতে শুরুটা আজ ভালো হয়নি লাল-সবুজের দলের। ছয় ওভারেই তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের বিপদ আরও বাড়িয়ে দলীয় ৫৯ রানে আউট হন মেহেদী মিরাজও। এরপর অধিনায়ক সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়ের ১০১ রানের জুটিতে বিপর্যয় সামলে ওঠে বাংলাদেশ। তবে এ দুজনের বিদায়ের পর টাইগাররা ফের চাপে পড়লেও নাসুম আহমেদের ৪৪ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের পুঁজি পায় টাইগাররা।
সুপার ফোরে টানা দুই হারের পর ভারতের বিপক্ষে রানের জয় দিয়ে এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ। সেই সঙ্গে দীর্ঘ ১১ বছরের আক্ষেপও মোচন করল সাকিব বাহিনী।
নিজস্ব প্রতিবেদক
মায়ামি জিতলেও ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি
কিউইদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ
আল নাসরের জয়ের দিনে রোনালদোর অপরাজিত ‘১০০০’
নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির
ক্ষমা চাইলেন তানজিম সাকিব
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল
১১ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
বাংলাদেশ-ভারত নিয়মরক্ষার ম্যাচ আজ
অঘোষিত সেমিফাইনালে পাকিস্তান একাদশে ৫ পরিবর্তন!
শ্রীলঙ্কায় ফিরে দলে যোগ দিয়েছেন সাকিব
কন্যা সন্তানের পিতা হলেন মুশফিকুর রহিম
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান
মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় পেল ইন্টার মায়ামি
মুশফিকের সঙ্গে হঠাৎ ঢাকায় ফিরলেন সাকিবও
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সাকিব-মুশফিকদের পাকিস্তান ‘পরীক্ষা’ আজ
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত, ফিরছেন দেশে
সুপার ফোরে প্রথম ম্যাচে যে প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ
আফগানিস্তানকে ৩৩৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
এশিয়া কাপের খেলা যেভাবে অনলাইনে দেখবেন
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, পরিবর্তে বিজয়
বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার
এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই: সাকিব
মেসির ছোঁয়ায় আরেকটি শিরোপার সামনে মায়ামি
বাংলাদশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আর নেই