নিজস্ব প্রতিবেদক 5 days ago
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সেক্টরকে যেভাবে উজ্জীবিত করেছেন এর ফলে বিভিন্ন জায়গায় উন্নয়ন কার্যক্রমের একটা জোয়ার সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, রংপুরে আলু চাষ হয় বা বিভিন্ন সবজি চাষ হয়। এখানকার মানুষ যা চাষ করছে তার জন্য কোল্ডস্টোরেজ দরকার হয়, এটাও হবে। জিনিসপত্রের দাম, পাওয়া না পাওয়ার বিষয়ে অনেক কথাবার্তা আছে, তবে আমি মনে করি এসব হবে।
এখন উৎপাদন বাড়ছে। আগে দক্ষিণবঙ্গের লোকেরা কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় যেত, এখন তাদের এলাকাতে বিভিন্ন বিদেশি ফল চাষাবাদ হচ্ছে। সুন্দরবনে পর্যটন বিকশিত হচ্ছে, রংপুরেও হচ্ছে। সবদিকে একটা উন্নয়নের জোয়ার বইছে।
আইজিপি বলেন, টেকসই উন্নয়নের জন্য দরকার টেকসই নিরাপত্তা। টেকসই নিরাপত্তা থাকলে টেকসই শান্তি আসবে, টেকসই শান্তি থাকলে টেকসই উন্নয়ন সম্ভব। আমরা এই লক্ষ্যে অনেক দূর এগিয়েছি। আরো বহুদূর যেতে হবে। আমরা এগিয়েছি বলেই আমাদের মাথাপিছু আয় ৫০০ ডলার থেকে ৩ হাজার ডলারে পৌঁছতে পেরেছি।
আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আগামী দিনেও রংপুরসহ দেশবাসীর সহযোগিতার প্রত্যাশা করছি।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, কোনো একসময় এই বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হোলি খেলা শুরু হয়েছিল। সারা দেশের মাঝে একসাথে ৬৩ জেলায় বোমা হামলা হয়েছিল। সাধারণ মানুষদের মধ্যে যারা চাকরি করতেন তাদের বিভিন্ন বাহিনীকে ট্যাক্স দিতে হয়েছিল। সেই অবস্থা থেকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেন। আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি করেছেন। আমাদের লোকবল বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। দেশকে ডিজিটালাইজড করেছেন। আমরা এখন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূলে সক্ষমতা অর্জন করেছি। দেশে আজকে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে সকালে রংপুর নগরীর সুরভি উদ্যানের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আরপিএমপি কমিশনার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার কমান্ডেন্ট বাসুদেব বনিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাসিবুর রশিদ।
নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী
আগামীতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিন্ডিকেট ভাঙতে না পারলে আলু আমদানির সুপারিশ
দেশের মানুষের জন্য তথ্য প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে: প্রধান তথ্য কমিশনার
উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
শিক্ষার্থীদের সমস্যার সমাধান করাই ছাত্রলীগের রাজনৈতিক দায়িত্ব: ছাত্রলীগ সভাপতি
দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে: আইজিপি
নাটোরে মাইক্রোবাসে হামলা ও অগ্নিসংযোগ
‘বিএনপির নাশকতা ঠেকাতেই আওয়ামী লীগের শান্তি সমাবেশ’
নাটোর-৪: নৌকার মাঝি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী
নড়াইলে পাটের চাষ করে লোকসানের মুখে চাষীরা
শেরপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব প্রস্তুত: মহাপরিচালক
দায়িত্ব নিলেন গাজীপুর সিটির প্রথম নারী মেয়র জায়েদা
প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল মা-ছেলের
৫ম বর্ষে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন
বাঘাইছড়িতে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত বাসের ধাক্কায় তিনজন নিহত
রাজবাড়ী-ঢাকা রুটে বন্ধ বাস চলাচল
নির্বাচনে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন: আইজিপি
বাজারে ইলিশের সরবরাহ ভালো, দাম কমছে
ড. ইউনূসকে নিয়ে বিদেশিরা ষড়যন্ত্রে লিপ্ত: আইনমন্ত্রী
এক সুদখোর পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন: আইনমন্ত্রী
গৈয়াতলা বেড়িবাঁধ ভাঙনে আতঙ্কে ১০ হাজার মানুষ
বড়পুকুরিয়ার ১১১৩ ফেসের কয়লা শেষ, বন্ধ উৎপাদন
নাটোরের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস আর নেই
সিলেটে ৪ দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প
দেশে খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী
মাগুরায় ৫১৬ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন
জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ: আইজিপি