বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান (বাপপু) / ১৬৩ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

বকশীগন্জ বাট্রাজোর ইউনিয়নে অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা  (ডিবি) পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে সোমবার (১২ এপ্রিল) দুপুর ৩ টায় নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: নাজমুস সাকিব।

 

আরও পড়ুন: শেরপুরে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

 

তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান এবং এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল রবিবার রাত সাড়ে আট টায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকায় ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাট্টাজোড় পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও ওরফে তুলে মাও (৫৫) এর বসতবাড়ি থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে।  ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন: কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় কিশোর নিহত

 

জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন জানান , মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি জনসাধারণকে পুলিশের সাথে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। জনসাধারণের সহযোগিতায় জামালপুর জেলা পুলিশ মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর