শ্রীপুরে সন্ত্রাসী হামলায় সংবাদকর্মী গুরুতর আহত
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড এলাকায় স্থানীয় সংবাদকর্মী নুর মোহাম্মদ নূর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
তিনি দৈনিক বর্তমান কথার স্টাফ রিপোর্টার এবং দৈনিক আমার বার্তার ডিজিটাল গাজীপুর শ্রীপুর প্রতিনিধি।
আরও পড়ুন: ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গতকাল সোমবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে বীর মুক্তিযোদ্ধা শেখ আতাহার আলী সড়কের আমির উদ্দিন মাতব্বরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সংবাদ কর্মীকে শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উদ্ধার করেন।
স্থানীয় আমির উদ্দিন মাতাব্বরের ছেলে রকিব এবং তার সহযোগিদের নামে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, সংবাদকর্মী নূর মোহাম্মদ নূর সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ওই পথ ধরে হেঁটে যাওয়ার সময় আমির উদ্দিন মাতাব্বরের ছেলে রকিব বাঁশ নিয়ে আকস্মিকভাবে তার ওপর হামলা করে। তাকে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের হাড় গোড় ভেঙে দেয়। হামলার সময় রকিবের বাবা দেখেও তাকে বাধা দেয়নি। পরে পুলিশকে খবর দিলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীপুরের সাংবাদিক মহল তীব্র ক্ষোভ ওদ নিন্দা জানিয়ে দূষিতের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: শেরপুরে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
এ ব্যাপারে আহত সংবাদকর্মীর নূর মোহাম্মদ নূর জানান, সরকারি খালের মাটি কেটে বিক্রি করার ঘটনায় সংবাদ প্রকাশিত হলে অভিযুক্তদের রোশানলে পড়েন ওই সংবাদ কর্মী।ওই ঘটনার জেরে তার উপর এ হামলা চালানো হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশে সহায়তায় সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআর/






