বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী গ্রেফতার ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময়

নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি / ৩১৩ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ ধুমপান ও জাতীয় তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা এবং ঈদুল-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

 

১৭ মে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওইসব সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

 

আরও পড়ুন: খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্রা সংঘর্ষে ৩ জন নিহত

 

বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সোহেলুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, নকলা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব ও সহকারি প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, জেলা বিএনপি’র সাবেক সদস্য এনামুল হক রিপন, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল প্রমুখ।

 

সভায় আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশু পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, ধুমপান ও জাতীয় তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন এবং ঈদু-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে বিশেষ করে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহসড়কের পাশে নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা বাইপাস মোড়ে পশুর হাট নিয়ে সৃষ্ট যানজট নিরসন ও কোরবানির পশুর বজ্জ অপসারণে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়ে।

 

আরও পড়ুন: শ্রীপুরে সন্ত্রাসী হামলায় সংবাদকর্মী গুরুতর আহত

 

সভায় সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী সামছুল হক রাকিব, নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্রো, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান দুলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, ধুমপান ও জাতীয় তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর