মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ ঠাকুরগাঁও পাকহানাদার মুক্ত দিবস পালিত আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা খালেদা জিয়া বিদেশে না গেলে দ্রুত দেশে ফিরবেন তারেক

শহীদ মিনার ও শাহবাগে এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক / ৮৫ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
প্রতীকী ছবি

জাতীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় আজ রবিবার দুইটি বড় রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, সায়েন্স ল্যাব, দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে যানজটের আশঙ্কা রয়েছে। আয়োজক দল দুটি নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে।

 

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি :

রাজধানীর শহীদ মিনারে আজ বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এনসিপির সমাবেশে ‘নতুন বাংলাদেশ’ গঠনের রূপরেখা ও ইশতেহার পাঠ করা হবে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা দেশজুড়ে পদযাত্রা করেছি। ৫৯টি জেলায় মানুষের সঙ্গে কথা বলে নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করেছি। এই রূপরেখা ও রাষ্ট্র ভাবনার ঘোষণা আমরা শহীদ মিনার থেকেই দেব।”

 

নাহিদ আরও বলেন, “জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ও গণপরিষদ গঠনের দাবিও আমরা রাখব। পাশাপাশি বিচার-সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিও তুলে ধরা হবে।”

 

তিনি সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, “৫ আগস্টের মধ্যে সরকার যদি জুলাই সনদের বিষয়ে সুরাহা করে এবং ঘোষণাপত্র প্রকাশ করে, তবে তা হবে সারা দেশের মানুষের দাবির প্রতি সম্মান জানানো। এনসিপির তরফ থেকে তরুণদের জন্য পরিকল্পনা, অর্থনীতি, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়েও ইশতেহারে প্রস্তাব দেওয়া হবে।”

 

ছাত্রদলের সমাবেশে তারেক রহমান ও ফখরুল :

একইদিন শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল জানান, “মঞ্চ তৈরি হবে শাহবাগ থেকে বাংলা মটরের দিকে, আর শাহবাগের তিনটি গুরুত্বপূর্ণ মোড়জুড়ে নেতাকর্মীরা অবস্থান নেবেন। কয়েক লাখ মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

 

তিনি বলেন, “শহীদদের স্মরণ ও জুলাই আন্দোলনের সম্মান জানিয়ে ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।”

 

যানজট নিয়ে আগাম দুঃখপ্রকাশ :

ঢাকাবাসীর দুর্ভোগ সম্পর্কে সচেতনতা জানিয়ে ছাত্রদল এক বিবৃতিতে জানিয়েছে, “প্রথমে শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা ছিল। পরে এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে আনা হয়। কর্মদিবসে ঢাকায় জনসমাগম জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে জেনেও আন্দোলনের দায়বদ্ধতা থেকে আমরা সমাবেশ করছি। এজন্য নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করছি।”

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর