মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ ঠাকুরগাঁও পাকহানাদার মুক্ত দিবস পালিত আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা খালেদা জিয়া বিদেশে না গেলে দ্রুত দেশে ফিরবেন তারেক

নিবন্ধন প্রক্রিয়ায় ঝরে পড়তে পারে ৬৫ দল

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে এর মধ্যে ৬৫টি দল প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, এসব দল আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্রের ঘাটতি পূরণ করতে পারেনি, ফলে আবেদনপত্র বাছাইয়ে তারা বাদ পড়তে পারে।

 

অন্যদিকে বাকি ৮০টি দল নিবন্ধনের শর্ত পূরণ করে তথ্য জমা দিয়েছে এবং বাছাইয়ে টিকে থাকার যোগ্যতা ধরে রেখেছে। এখন বাছাইয়ের পর যাচাইয়ের জন্য পর্যালোচনা করে নিবন্ধন সংক্রান্ত কমিটি ইসির কাছে যোগ্য দলের তালিকা উপস্থাপন করবে।

 

নির্বাচন কমিশন চলতি বছরের ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন জমা নেওয়ার সুযোগ দিয়েছিল। ওই সময়ের মধ্যে ১৪৫টি দল আবেদন করে। সব আবেদন বাছাই করে ঘাটতি পূরণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দলিলপত্র জমা দিয়ে নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হলে দলকে ‘নিবন্ধনের অযোগ্য’ বিবেচনা করা হবে।

 

গতকাল রবিবার (৩ আগস্ট) ছিল নিবন্ধন শর্ত প্রতিপালনে আবেদনের ‘ত্রুটি সংশোধন ও তথ্য ঘাটতি’ পূরণের শেষ দিন। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৮০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণে তথ্য জমা দিয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও রোববার তথ্য জমা দিয়েছে।

 

ইসি কর্মকর্তারা জানান, সব আবেদন পর্যালোচনা করবে বাছাই কমিটি। এরপর নিবন্ধন আবেদন মঞ্জুর বা না-মঞ্জুরের বিষয়গুলো তুলে ধরে ইসির কাছে উপস্থাপন করা হবে। কোন দল টিকে থাকল বা অযোগ্য হলো, সে বিষয়ে দলগুলোকে চিঠি দিয়ে জানানো হবে।

 

প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা দলের তথ্য যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত চালাবে ইসি কর্মকর্তারা। সব প্রক্রিয়া শেষে ভোটের আগে যোগ্য দলকে নিবন্ধন সনদ দেওয়া হবে।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর