বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী গ্রেফতার ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময়

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছে।

 

ঘটনাটি ঘটেছে বুধবার স্থানীয় সময় নর্থ কডোরাস টাউনশিপে, যা ফিলাডেলফিয়ার প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

 

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধ নিয়ে তদন্তে ঘটনাস্থলে যান। এ সময় সশস্ত্র ব্যক্তি গুলি চালালে পাঁচ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহত দুই কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।

 

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানান, “হামলাকারী মারা গেছে”। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি। তিনি আরও জানান, ঘটনাস্থলকে এখনও “অত্যন্ত সক্রিয় এলাকা” হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এফবিআইয়ের সহায়তায় বড় তদন্ত দল গঠন করা হবে।

 

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি একে ইয়র্ক কাউন্টি ও পুরো রাজ্যের জন্য “শোকাবহ ও বিধ্বংসী দিন” বলে মন্তব্য করেন।

 

গুলিবর্ষণের পর আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তার জন্য ভবনের ভেতরে থাকতে নির্দেশ দেয়। পরে বিকেলে সেই নির্দেশ তুলে নেওয়া হয়।

 

এ বছর ফেব্রুয়ারিতেও স্থানীয় এক হাসপাতালে জিম্মি পরিস্থিতিতে বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ নিহত হয়েছিলেন। ওই সময়ও বন্দুকধারী মারা যান।

 

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ধরনের সহিংসতাকে “সমাজের অভিশাপ” হিসেবে আখ্যা দিয়েছেন।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর