সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ ঠাকুরগাঁও পাকহানাদার মুক্ত দিবস পালিত আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা খালেদা জিয়া বিদেশে না গেলে দ্রুত দেশে ফিরবেন তারেক

আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি!

মোহাম্মদ মুজাহিদ / ২ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

একই পরিবারের একাধিক সদস্যের নামে নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলারশিপ নিয়োগের অভিযোগ উঠেছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপ কুমার দেবনাথ ওরফে বিভাষের বিরুদ্ধে। প্রতাপ কুমার দেবনাথ আশাশুনি উপজেলার মজগুরখালি গ্রামের ললিত মোহন মণ্ডলের ছেলে আশাশুনি উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডলের আত্মীয় এবং কৃষক লীগ নেতা।

 

অনুসন্ধানে জানা গেছে, প্রতাপ কুমার দেবনাথ ওরফে বিভাষ নিজের নামসহ বাবা, মা, দোকানের কর্মচারী ও নিজের স্ত্রীর নামে ডিলারের লাইসেন্স নিয়েছেন। এর মধ্যে উপজেলায় বুধহাটা ইউনিয়নে দুটি, কুল্যা ইউনিয়নে একটি, খরিয়াটি ইউনিয়নে দুটি একটি ইউনিয়নে তাদের নামে ডিলারশিপ আছে।

 

প্রতাপ কুমার দেবনাথের ডিলারশিপ আশাশুনি বুধহাটা ইউনিয়নে। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স শোভা এন্টারপ্রাইজ।

 

তিনি বুধহাটা গরুর হাট নামক স্থানে বসবাস করেন। ৩৫-৪০ বছর আগে বুধহাটায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভুয়া কাগজপত্র জমা দিয়ে তিনি বুধহাটা ইউনিয়নের ডিলারশিপ নিয়েছেন। প্রতাপ কুমার দেবনাথের বাবা পঞ্চানন দেবনাথ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের সার ডিলার পঞ্চানন সীড ষ্টোরের স্বত্বাধিকারী।

 

তিনিও একইভাবে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ডিলারশিপ নিয়েছেন। নানা অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই সম্প্রতি তিনি লাইসেন্স জমা দিয়েছেন। কর্তৃপক্ষ ইতোমধ্যে তার সার বরাদ্দ স্থগিত করেছে। এ বছরের ১৭ জুন আশাশুনি বড়দল ব্রিজের উপর থেকে স্থানীয় জনগণ অবৈধভাবে ৭৫ বস্তা ইউরিয়া সার পাচারের সময় একটি ট্রাক আটক করে।

 

প্রতাপ কুমার দেবনাথ ওরফে বিভাষের স্ত্রী সুবর্ণা রানী দেবনাথ (মেসার্স সুবর্ণা ট্রেডার্স) সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ডিলার ছিলেন। অনিয়মের অভিযোগে তার লাইসেন্সও বাতিল করেছে কর্তৃপক্ষ। আর উপজেলায় মেসার্স পঞ্চানন সীডস সেন্টার নামে নেওয়া ডিলারশিপের স্বত্বাধিকারী তার দোকানের কর্মচারী মিমপেক্স কোম্পানির প্রতিনিধি নিমাই সরকার। প্রতাপ কুমার দেবনাথ স্বীকার করে বলেন, ‘লাইসেন্সগুলো আমার আত্মীয়দের নামে আছে। এগুলো পেতে অনেক কষ্ট হয়েছে। ’ তিনি বলেন, ‘আমরা ৪০ বছর আগে বুধহাটা ইউনিয়নের গরুর হাট নামক স্থানে বসবাস করি। সেখানে আমার জমি ও বাড়ি আছে। সে সময় আমরা সেখানকার নাগরিক ছিলাম। ’ আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস বলেন, ‘মেসাস্ শোভা এন্টারপ্রাইজের বিরুদ্ধে যে অভিযোগ আছে আমরা জানি। ইতোমধ্যে ইউনিয়নের বুধহাটা ইউনিয়নে মেসার্স শোভা এন্টারপ্রাইজ (বিএডিসি), দরগাহপুর ইউনিয়নে মেসার্স অগ্রণী ট্রেডার্স (ব্যবসা পরিচালনা না করার সিদ্ধান্ত), বড়দল ইউনিয়নে সুবর্ণা এন্টারপ্রাইজ (স্বামীর নামে পৃথক লাইসেন্স থাকা)এর ডিলারশীপ বাতিলের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। নানা অনিয়মের অভিযোগে তার লাইসেন্স স্থগিতের সুপারিশ করার পাশাপাশি সার বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে সেসব ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

 

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, আমি এই উপজেলাতে নতুন এসেছি বিষয়গুলো আসলে খুব দুঃখজনক। আমি আপনার মাধ্যমে শুনলাম। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের ব্যবহারিত মোবাইল ফোনে একাধিক বার কল দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর