বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

মাদারীপুরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

মাদারীপুর প্রতিনিধি / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মাদারীপুরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।

 

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে এবং কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম, সিভিল সার্জনের প্রতিনিধি সিনিয়র মেডিকেল অফিসার মোহাম্মদ খলিলুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক সাবিনা বিনতে আলমগীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।

 

এ সময় বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করতে জনসচেতনতা বৃদ্ধি, সেবা নিশ্চিতকরণ, মা ও শিশু স্বাস্থ্যের মানোন্নয়নসহ বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং সিজার নিরুৎসাহিত করণে সকলের সহযোগিতা কামনা করেন।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর