ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি\ অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঠাকুরগাঁওয়ের নবদিগন্ত যুব সংঘ।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে দক্ষিন সালন্দর মুন্সিপাড়াস্থ নবদিগন্ত যুব সংঘ মাঠে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবদিগন্ত যুব সংঘের সভাপতি মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর ইসলামসহ যুব সংঘের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ে আবারও বেড়েছে ঘন কুয়াশা সাথে শীতের প্রকোপ। এতে অসহায় হয়ে পড়া ছিন্নমূল ও শীতার্ত মানুষের সহায়তায় সরকারি-বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান তারা।
পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এমআর/






