বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

‘মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন’

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়ে রিটার্নিং কর্মকর্তা ও মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, এবার যারা নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন। কেন্দ্রে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

এ সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যে সকল প্রিজাইডিং কর্মকর্তারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিয়েন, আমরা তাদের বাদ দিয়ে নির্বাচনের দায়িত্ব অন্যদের কাছে দেব। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না। মনে রাখবেন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোনো ভোটকেন্দ্রে যাওয়ার পর যদি ঝুঁকিপূর্ণ মনে হয় সঙ্গে সঙ্গে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সবার সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট।

 

সদর উপজেলার সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মাদারীপুরের পুলিশ সুপার মো. এহতেশামুল হক, মাদারীপুরের সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অনেকই।

 

মতবিনিময় সভায় রিটানিং কর্মকর্তা, সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নে শোনেন ও উত্তর দেন।

 

এমআর /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর