বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

তিন দফা দাবিতে মধ্যরাতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি / ১৪ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের কোর্স রেজিস্ট্রেশন ফি কমানোসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

 

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিল নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, খান বাহাদূর আহছানউল্লা ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন তারা।

 

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, কোর্স রেজিস্ট্রেশন ফি কমাতে হবে, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াতে হবে এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করতে হবে।

 

শিক্ষার্থীরা জানায়, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে। এছাড়া স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

 

খুবি শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ ও তানভীর কবির বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়া, শিক্ষার্থীদের কাছে এই টাকাটা অনেক বেশি। রেজিস্ট্রেশন ফি বাড়ানো আমরা মানি না, অযৌক্তিক ফি কমাতে হবে। এছাড়া এতদিন যে কোনো বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হতো। শিক্ষার্থী প্রতিনিধি নামে ক্যাম্পাসে রাজনীতি ঢুকবে, শিক্ষকদের এজেন্ডা বাস্তবায়ন হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিনিধি নামক কোনো রাজনৈতিক বিষয় মেনে নেব না। তারা আরও বলেন, এক কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন ফি আগের মতো করতে হবে, রেজিস্ট্রেশন সময়সীমা বাড়াতে হবে, ডিসিপ্লিন প্রতিনিধি বিলুপ্ত করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

 

এদিকে রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি বলে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান।

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, টেকনিক্যালি কোনো ঝামেলা হতে পারে। কিন্তু প্রশাসন কোনো রেজিস্ট্রেশন ফি বাড়ায়নি।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর