রাজনৈতিক-সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ
ঠাকুরগাঁওয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে রাজনৈতিক- সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে এবং ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে শনিবার দুপুরে শহরের টিএফসি’র কনফারেন্স রুমে এ সংলাপটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা
নাগরিক প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে প্রোজেক্টর প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আস্থা প্রকল্পের কাস্টার কো-অর্ডিনেটর রেফায়েত আরা ঋতু।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী, জামালপুর ইউনিয়নের এস এম মুস্তাক, রুহিয়া ইউনিয়নের মনিরুল হক সহ বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা। সভাটি পরিচালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী জুলিয়া আক্তার।
আরও পড়ুন: নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
সভায় জেলা যুব ফোরামের সদস্যরা তাদের প্রাসঙ্গিক বিভিন্ন মতামত উপস্থাপন ও জনপ্রতিনিধিদের কাছে এসব বিষয়ের উপরে প্রশ্ন করেন। এছাড়াও সারা দেশে রাজনৈতিক- সাম্প্রদায়িক নানা সহিংসতার কারন ও প্রতিকার, মফস্বল এলাকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দিক নিয়ে জনপ্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ নানা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
এমআর/






