সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট
রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন একদল শিক্ষার্থী। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
ইবনে মিজান বলেন, ‘সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ফার্মগেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান।’
পুলিশ সূত্র জানায়, ফার্মগেটে সড়ক অবরোধ করে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ চালাচ্ছেন। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
এমআর/






