মাদারীপুরে নদে মাছ শিকারে গিয়ে ডুবারু আজাদের মৃত্যু
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ডুবিয়ে মাছ শিকার করতে গিয়ে আজাদ বেপারী (৫০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজাদ মাদারীপুর শহরের পৌরসভা ৩নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার মৃত আবুল হোসেন বেপারীর মেজো ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আড়িয়াল খাঁ নদে ডুবিয়ে মাছ ধরতে নামেন আজাদ বেপারী। দীর্ঘক্ষন পানিতে ডুবিয়ে মাছ ধরা শেষে হঠাৎ অসুস্থ বোধ করলে তীরে উঠে আসেন তিনি। এবং সাথে সাথেই অচেতন হয়ে পরেন। পরে তাঁর সাথে থাকা লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।
নিহত আজাদের সংসারে স্ত্রী, ৮ বছরের এক ছেলে ও ৫ বছরের এক কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী আমেনা বেগম।
এ সময় কান্নাজরিত কন্ঠে আজাদের স্ত্রী আমেনা বেগম বলতে থাকেন, আমার ও আমার এই ছোট ছোট ছেলে-মেয়ের কি হবে? কে দেখবে ওদের। আমরা এখন কি নিয়ে বাঁচবো।
নিহত আজাদ বেপারী দীর্ঘদিন যাবৎ নদে ডুবিয়ে মাছ ধরার কাজ করতেন বলে জানান তার পরিবার।
এমআর/






