সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে ফের ১দিন বন্ধ ঘোষণা ৫ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে  স্থানীয় আইনে ব্যবস্থা নিন :  পররাষ্ট্রমন্ত্রী  বন ও বনভূমি রক্ষায় বন কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে- পরিবেশ ও বনমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার স্বপ্ন সারথী হতে চাই – অপু ঝিনাইদহ-১ উপনির্বাচনে দ্বিতীয় দিনে আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৬ জন শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ; মহানগর আ’লীগ নেতা রিয়াজ ‘রোগীর প্রতি অবহেলা বরদাস্ত করবো না’ কিছু হলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আলোচনা কেন : শিক্ষামন্ত্রী আ: লীগের কার্যনির্বাহী সংসদের সভা ৩০ এপ্রিল পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় কিন্তু বিএনপি দেখে না-কাদের

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক / ৮৩ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জেলার কালিহাতী ও সখীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটেছে। এসময় আরো ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে জোকারচর এলাকায় লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। আহতদের উদ্ধারের পরেই গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে এলেঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত কাভার্ডভ্যানের চালক আব্দুর রহিম রংপুরের বদরগঞ্জর থানার শ্যামগঞ্জ এলাকার মৃত মুনছের আলীর ছেলে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মোশারফ হোসেন জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে তক্তাচালা বাজারের কাছে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী সজিবুল হাসান সুজন (২৮) কাজ শেষ করে ঢাকা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন। তিনি বড়চওনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজী বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাসেদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, সুজনের বড়চওনা বাজারে জুতা শো-রুম ছিল। ঈদকে সামনে রেখে সকালে ঢাকায় জুতা কিনতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে সখীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি। তবে পুলিশের পক্ষ থেকে ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর